১. ঘরে মানুষ থাকলে তাদেরকে সালাম দিয়ে বাহির হওয়া।
বুখারী- ৯৪; তিরমিজী- ২৭২৩
২. বাহির হওয়ার সময় নিম্নোক্ত দুআ পড়া-
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
ইবনে হিব্বান- ১০৪; তিরমিজী- ৩৪২৬
৩ বাম পা দিয়ে বাহির হওয়া।
বুখারী- ১৬৮; মুসনাদে আহমাদ- ৫৫৪৫
৪. বাহির হওয়ার পর আকাশের দিকে মাথা উঠিয়ে নিম্নোক্ত দুআ পড়া-
اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ اُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ اُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ اُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّ
আবূ দাউদ- ৫০৯৬; তাবারানী, আল-মুজামুল কাবীর- ৭২৬