তায়াম্মুমের ফরজ সমুহ

তায়াম্মুমের ফরজ তিনটি

১. নিয়ত করা। অর্থাৎ নামায সহীহ হওয়ার জন্য অথবা পবিত্রতা অর্জনের জন্য অথবা এমন মৌলিক ইবাদতের উদ্দেশ্যে তায়াম্মুম করা যা পবিত্রতা ব্যতীত সহীহ হয় না।
সূরা নিসা- ৮৩; বাইহাক্বী- ৯৭২

২. মাটি বা মাটি জাতীয় কোন পবিত্র বস্তুতে হাত মেরে একবার সমস্ত মুখমন্ডল মাসেহ করা।
সূরা নিসা- ৪৩; বুখারী- ৩৩৮

৩. আরেকবার মাটিতে হাত মেরে উভয় হাত কনূইসহ মাসেহ করা।
আবূ দাউদ- ৩২৮; বাইহাক্বী- ৯৩৭

বিঃ দ্রঃ পূরো মুখমন্ডল এবং উভয় হাত কনূইসহ এমনভাবে মাসেহ করতে হবে যেন এক চুল পরিমান জায়গাও বাদ না পড়ে। অন্যথায় তায়াম্মুম সহীহ হবে না। উভয় হাতের আঙ্গুলগুলো খুব ভালভাবে খিলাল করতে হবে। আংটি থাকলে তা নাড়াচাড়া করে তার নিচে মাসেহ করতে হবে।
বাইহাক্বী- ১০৩২; আদ্দুররুল মুখতার ১/৩৯২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *