১. সন্তান প্রসবের সময় প্রয়োজনের বেশি কাপড় খুলবে না। তদ্রুপ প্রসূতির নিকটে প্রয়োজনের অধিক লোকজনও থাকবেনা।
২. সন্তান ভূমিষ্ঠ হলে প্রথমে বাচ্চাকে সামান্য গরম পানি দিয়ে মুছে পরিষ্কার করবে। তারপর বাচ্চার ডান কানে আযান ও বাম কানে ইকামত হাল্কা আওয়াজে বলবে। তিরমিজি১/২৭৮, আবু দাউদ-৬৯৬, আলাইকুম বিসুন্নাতী ৫৫পৃষ্ঠা
৩. সন্তানের বয়স সাত দিন হলে তাকে একটা সুন্দর নাম রাখবে। আবু দাউদ-৩৯২
ফায়দা: আম্বিয়া আ. সাহাবায়ে র.এর নামের সাথে মিলিয়ে নাম রাখা উত্তম।
৪. কোন বুযুর্গ ব্যক্তির দ্বারা তাহনিক করাবে অর্থাৎ সামান্য মধু বা খেজুর ঐ বুজুর্গ ব্যক্তি মুখে চিবিয়ে আঙ্গুল দিয়ে বাচ্চার মুখে দিবে এবং বাচ্চার জন্য দোয়া করবে। বুখারী ২/৮২০, মুসলিম২/২০৯, মিশকাত ৩৬২পৃষ্ঠা
৫. সপ্তম দিনে আকিকা করবে যদি সপ্তম দিনে সম্ভব না হয় তাহলে ১৪তম দিনে অথবা ২১তম দিনে আকিকা করবে। যদি সম্ভব না হয় তাহলে পরে যখন সম্ভব হয় তখন করবে। আবু দাউদ-৩৯২পৃষ্ঠা
৬. ছেলের আকিকায় দুটি ছাগল আর মেয়ের আকিকায় একটি ছাগল যবেহ করবে। তিরমিজি ১/২৭৮, আবু দাউদ-৩৯২ পৃষ্ঠা
৭ আকিকার গোস্ত কাঁচা অথবা রান্না করে যেভাবে ইচ্ছা বন্টন করা যায়। আল ফিকহুল ইসলামী ৪/২৭৪৯, বেহেশতী জেওর ৬/১২
৮. আকিকার গোস্ত মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, ধনী-গরীব আত্মীয়-অনাত্মীয় সবাই খেতে পারবে। বেহেশতী জেওর ৩/৪৩, আল ফিকহুল ইসলামী ৪/২৭৪৯
৯. সপ্তম দিনে বাচ্চার মাথা মুন্ডিয়ে চুলের ওজন পরিমাণ রৌপা দান করবে। তিরমিজি ১/২৭৮
১০. সন্তানের মাথা মুন্ডনোর পর মাথায় জাফরান লাগাবে। আবু দাউদ-৩৯৩ পৃষ্ঠা
১১. সন্তানের বয়স সাত বছর হলে তাকে নামায ও প্রয়োজনীয় দ্বীন শিক্ষা দিবে এবং নামাজের হুকুম করবে। আবু দাউদ-৭০ পৃষ্ঠা
১২. দশ বৎসর বয়স হলে নামাযের ব্যাপারে কঠোরতা করবে এবং দরকার হলে নামাযের জন্য শাস্তি দিবে। যাতে করে নামায পড়তে অভ্যস্ত হয়। মিশকাত ১/৫৮, আবু দাউদ-৭০পৃষ্ঠা