মসজিদে গমনের সুন্নাত সমূহ

১. ঘর থেকে উযূ করে যাওয়া।
আবূ দাউদ- ৫৫৮; মুসনাদে আহমাদ- ১০৯৯৪

২. সুন্নাত ও নফল নামায সমূহ ঘরে পড়া।
মুসলিম- ১৭৩৩; আবূ দাউদ- ১২৫৩
বিঃ দ্রঃ বর্তমানে নামাযের ব্যপারে মানুষ খুব উদাসীন। ঘরে সুন্নাত পড়তে গেলে অনেক ক্ষেত্রে হয়তোবা তা পড়াই হবে না। আবার অধিকাংশ বাড়িতে নামাযের উপযুক্ত পরিবেশও নেই। তাই বর্তমানে উলামায়ে কেরাম মসজিদেই সুন্নাত পড়ার পরামর্শ দিয়েছেন।

৩. মসজিদে যাওয়ার সময় ধীর-স্থীর ভাবে গাম্ভীর্যের যাথে যাওয়া।
বুখারী- ৬৩৬; মুসলিম- ১৩৯২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *