গোসলের ফরজ তিনটি। যদি কোন একটি বাদ পড়ে তাহলে উক্ত ব্যক্তির গোসল সই হবে না গোসলের ফরজ সমূহ যথাযথ আদায় করা আত্যাবশ্যক।
১. উত্তমরুপে একবার কুলি করা। অর্থ্যাৎ গড়গড়া করা।
মায়িদাহ- ৬; বুখারী- ১৫৯; ফাতাওয়ায়ে শামী- ১/১৯২
২. নাকের নরম স্থান পর্যন্ত একবার পানি পৌঁছান।
মায়িদাহ- ৬; দারাকুতনী- ৪১৪; জামিউল মাসানিদ- ১/২২৭
৩. সমস্ত শরীরে ভালভাবে একবার পানি পৌঁছান।
মায়িদাহ- ৬; বুখারী- ১৫৯; মুসলিম- ১;১৪৭; আবু দাউদ- ৩৩; রদ্দুল মুহতার ১/৫১
বিঃ দ্রঃ শরীরের কোথাও সামান্য পরিমান (যদিও তা এক চুল পরিমান হয়) শুকনো থাকলে গোসল সহীহ হবে না। মহিলাদের চুল খোলা থাকলে সমস্ত চুল পানি দ্বারা ভেজাতে হবে । আর যদি চুল বেনী বা খোপা আকারে বাঁধা থাকে তবে উপরে পানি ঢেলে দিবে এবং গোড়ায় পানি পৌঁছিয়ে দিবে। পূরো চুল ধৌত করা ফরজ নয়।
তিরমিজী- ১০৫